আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় গাঁজাসহ এক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। এঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই জসীম উদ্দিন সঙ্গিয় ফোর্স নিয়ে শুক্রবার রাত পৌনে বারোটার দিকে বাগধা ইউনিয়নের উত্তর চাঁদত্রিশিরা গ্রামের পেয়ারা বেগমের বাড়ির সামনের রাস্তা থেকে অভিযান চালিয়ে মো. মোস্তফা বেপারীকে (২৩) গাঁজাসহ গ্রেফতার করেছে। এসময় তার কাছ থেকে গাঁজা বিক্রির ৭শ টাকাও উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মোস্তফা বেপারী উজিরপুর থানার হারতা গ্রামের আবুল বাশার ওরফে বাশাই বেপারীর ছেলে।
এ ঘটনায় এসআই জসীম বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে শনিবার সকালে মামলা দায়ের করেন, নং-৯ (১২.৯.২০)। অন্যদিকে শুক্রবার রাতে এসআই সুশান্ত কুমার অভিযান চালিয়ে উপজেলার পশ্চিম পয়সা গ্রাম থেকে জিআর ৪৯/২০ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মৃত তফিজ উদ্দিন ফকিরের ছেলে সালাম ফকির ও তার মেয়ে মনি ওরফে সোনিয়াকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের শনিবার আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরণ করা হয়েছে।