বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ মসকুইটো কয়েল ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে পরিচালক পদে লড়ছেন গোপালগঞ্জের কোটালীপাড়ার সন্তান, বিশিষ্ট সমাজসেবক, সফল ব্যবসায়ী, মারুফ এন্টার প্রাইজের ব্যবস্থাপনা পরিচালক ও মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মাদ লাভলু শেখ।
আগামী ১৯ ফেব্রুয়ারি এই এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
মোহাম্মাদ লাভলু শেখ সম্মিলিত ঐক্য পরিষদের মনোনীত প্রার্থী বলে জানান তিনি। তার ব্যালট নং-০৭।
মোহাম্মদ লাভলু শেখ বলেন, আমি বাংলাদেশ মসকুইটো কয়েল ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ছিলাম। বর্তমানে আমি এই সংগঠনের সাংগঠনিক সম্পাদক পদে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছি। এছাড়া আমি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত রয়েছি। আমি মানুষের পাশে থেকে তাদের সেবা করতে ভালোবাসি। তাই এই এসোসিয়েশনের পরিচালক পদে প্রার্থী হয়েছি। আমি আশা করি আগামী ১৯ ফেব্রুয়ারি নির্বাচিত হয়ে মসকুইটো কয়েল ব্যবসায়ীদের সেবা করতে পারবো।
