কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে উপেন্দ্রনাথ বিশ্বাস (৫২) নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।
গত বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
উপেন্দ্রনাথ বিশ্বাস উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য ও শুয়াগ্রামের মৃত রাজবিহারী বিশ্বাসের ছেলে। করোনা উপসর্গ নিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে উপেন্দ্রনাথ বিশ্বাস কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে তার নমুনা পরীক্ষা দেয়। বিকেলে তার শারীরিক অবস্থার অবনতি হলে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। এখানের চিকিৎসাকদের পরামর্শে তাকে সন্ধ্যায় গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ওই দিন রাত ১১টার দিকে তিনি মারা যায়। এর আগে সন্ধ্যায় তার করোনা রিপোর্ট পজিটিভ আসে বলে তার পারিবারিব সূত্রে জানাগেছে।
উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাওন সিকদার টুটু বলেন, এ পর্যন্ত এ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ৬জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১০১৮ ও সুস্থ হয়েছেন ৮৫১জন।