কোটালীপাড়া প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়ন শ্রমিক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার টুপুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতি হিসেবে মো: ইব্রাহিম শেখ ও সাধারণ সম্পাদক হিসেবে আজিজুল সিকদার জাপানের নাম ঘোষনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ।
কুশলা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো: ইব্রাহিম শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উপজেলা শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক সেলিম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পটু, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি তোতা মিয়া দাড়িয়া, কুশলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দিলিপ বাড়ৈ, সাধারণ সম্পাদক জামান শেখ বক্তব্য রাখেন।
