কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গাঁজাসহ মো: ফজলু বিশ্বাস (৩২) ও বিধান বাড়ৈ (৩০) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে কোটালীপাড়া থানা পুলিশ।
গত মঙ্গলবার উপজেলার কান্দি ইউনিয়নের ধারাবাশাইল বাজারের মন্দিরে সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাজ থেকে ৫শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, গ্রেফতারকৃত মো: ফজলু বিশ্বাস ও বিধান বাড়ৈ বাড়ির উজিরপুর উপজেলার সাতলা গ্রামে। তাদের বিরুদ্ধে কোটালীপাড়া থানায় মাদক আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।