কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রামশীল ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইউনিয়নটির বিভিন্ন ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত বুধবার রাতে রামশীল ইউনিয়ন পরিষদ হলরুমে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
রামশীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন বালা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়ারদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
এ সময় রামশীল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্যামল কান্তি বিশ্বাস, শিক্ষক রামানন্দ ঢালী, কুমদ রঞ্জন বালা, রামশীল ইউনিয়ন যুবলীগের সভাপতি রতন বালা উপস্থিত ছিলেন।
