কোটালীপাড়া প্রতিনিধি:
গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলায় বাক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় মোস্তফা সিকদার (৪০) নামে এক বাস শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বুধবার রাতে গোপালগঞ্জ শহরের বেদগ্রাম বাসস্ট্যান্ড থেকে কোটালীপাড়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মোস্তফা সিকদার কোটালীপাড়া উপজেলার তারাশী গ্রামের কর্মকারবাড়ির আজগার সিকদারের ছেলে। সে গোপালগঞ্জ-কোটালীপাড়া-পয়সারহাট সড়কে চলাচলকারী লোকাল বাসের সুপার ভাইজারের কাজ করেন।
জানাগেছে, প্রায় ৫ মাস আগে প্রতিবেশী বাক প্রতিবন্ধী তরুণীকে (২১) ফুসলিয়ে বাস শ্রমিক মোস্তফা সিকদার ধর্ষণ করে। এতে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বর্তমানে সে সাড়ে চার মাসের অন্তঃসত্ত্বা বিষয়টি জানাজানি হওয়ার পর বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে ওই তরুণীর বড় বোন বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পরে ওই রাতেই কোটালীপাড়া থানা পুলিশ মোস্তফা সিকদারকে গ্রেফতার করেন।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান জানান, আজ বৃহস্পতিবার মোস্তফাকে জেল হাজতে ও ডাক্তারী পরীক্ষার জন্য ওই তরুণীকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।